সুফিয়া খালার ব্যবহারে বুঝতে পারলাম এবার বাড়িতে আমার জায়গা নেই। দৌড়ে পগারপার হতেই সামনে কয়েকজন টহল পুলিশ পড়ে গেল। আমার গালে জোরে এক চড় কষে বলল, তোকে যেন এই এলাকায় না দেখি। আমি নিজের গালে হাত দিয়ে থাকলাম কিছুক্ষণ। কান ঝিনঝিন করছে। আমার অপরাধটা কী বুঝতে পারলাম না। জিজ্ঞেস করার...
আরো পড়ুন
সুফিয়া খালার ব্যবহারে বুঝতে পারলাম এবার বাড়িতে আমার জায়গা নেই। দৌড়ে পগারপার হতেই সামনে কয়েকজন টহল পুলিশ পড়ে গেল। আমার গালে জোরে এক চড় কষে বলল, তোকে যেন এই এলাকায় না দেখি। আমি নিজের গালে হাত দিয়ে থাকলাম কিছুক্ষণ। কান ঝিনঝিন করছে। আমার অপরাধটা কী বুঝতে পারলাম না। জিজ্ঞেস করার মতো সাহসও নেই। অন্য গালে আর এক চড় বসিয়ে দিলে দু-কানই বন্ধ হয়ে যাবে। টহল পুলিশ নিজেদের মধ্যে কথা বলছে, স্যার মালটা চালান করে দেব না-কি? আরে না। দেখছিস না মাগি ছাওয়াল, শেষে বিপদে পড়ে যাব। কত বড় সাহস ওর, পুলিশের ওয়াকিটকি ভাঙে! আমি সাহস করে বললাম, ওয়াকিটকি আবার কখন ভাঙলাম? ওটা তো আমার হাতেই লাগেনি। আপনিই বরং আমাকে থাপ্পড় মেরে কান বন্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে এক কান নিয়েই আমাকে বাঁচতে হবে। দেখেছেন স্যার, কত সাহস আবার তর্ক করে। স্যার টাইপের পুলিশটা নরম গলায় বলল, বাদ দেন, জানেন তো ওটা তার ছেঁড়া।
কম দেখান