Welcome to Annesha Prokashon !!
+88 01911-394917
মধ্যদুপুর বড়ই আশ্চর্য সময়। তখন ‘ভূতে মারে ঢিল্।’ এবং অদ্ভত কোনো কারণে কিছু সময়ের জন্য আকাশটা আয়না হয়ে যায়। হিমু হাঁটতে বের হয়েছে মধ্যদুপুরে। তার হাতে ছোট্ট একটা দুপুরমনি গাছের চারা। সেখানে চার পাঁচটা ফুল। এখনো ফোটেনি। মধ্যদুপুরে ফুটবে। হিমু ফুল ফোটার সঙ্গেসঙ্গে আকাশের দিকে তাকাবে। নিজেকে দেখার চেষ্টা করবে... আরো পড়ুন