আমার শ্বেতাঙ্গ মা ও কৃষ্ণাঙ্গ বাবা অনেক বেশি জানতেন, অনেক কিছু দেখেছিলেন। যারা আমাকে চিনতেন না, আমার পরিচয় আবিষ্কার করে (আবিষ্কার বলছি এ জন্য যে, ১২-১৩ বছর বয়সে আমি কেবল আমার । মায়ের কথাই বলে যেতাম যাতে আমাকে শ্বেতাঙ্গদের একজন বলে মনে হয়) সেটা হজম করে নিতে তাদের কয়েক মুহূর্ত...
আরো পড়ুন
আমার শ্বেতাঙ্গ মা ও কৃষ্ণাঙ্গ বাবা অনেক বেশি জানতেন, অনেক কিছু দেখেছিলেন। যারা আমাকে চিনতেন না, আমার পরিচয় আবিষ্কার করে (আবিষ্কার বলছি এ জন্য যে, ১২-১৩ বছর বয়সে আমি কেবল আমার । মায়ের কথাই বলে যেতাম যাতে আমাকে শ্বেতাঙ্গদের একজন বলে মনে হয়) সেটা হজম করে নিতে তাদের কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হতাে। তারা আসলেই আর আমাকে চিনতেন না। মিশ্র রক্ত, মনের দ্বন্দ্ব আর দুই মেরুর বিপরীত অনুভূতি তাদের বােঝানাে যেত না। আমি মানুষকে তাদের সন্দিহান মনের জন্য দোষ দিই না। আমি অনেক আগেই আমার ছােটবেলার গল্প থেকে নিজেকে আলাদা করে নিতে শিখেছি। অনেক পরে, যখন আমি আফ্রিকার লালচে মাটিতে আমার বাবার কবরের পাশে বসে তার সাথে কথা বলতে চেয়েছি তখনই আমার শৈশব আমার কাছে বৃত্তাকারে ফেরত এসেছিল। আসলে তখনই আমি বুঝতে পেরেছিলাম কত দীর্ঘ সময় ধরে আমি আমার জীবনের গল্প নতুন করে লিখতে চেয়েছি।
কম দেখান