অঞ্জলি সরকার: অনুবাদক ও সামাজিক উদ্যোক্তা।
উচ্চশিক্ষা: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লুন্ড ইউনিভার্সিটি, সুইডেন।
সামাজিক উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যেই ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, হংকং, ভারত, জাপান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। পেয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে অন্যতম হলো: যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ডেল সোশ্যাল ইনোভেশন কম্পিটিশন ফেলোশিপ ২০১১; গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার কম্পিটিশন (জিএসভিসি)-এশীয় ও আফ্রিকা অঞ্চল (২০১১) চ্যাম্পিয়ন; কুইন্স এন্ট্রাপ্রেনিউরস কম্পিটিশন, কানাডা (২০১২) চ্যাম্পিয়ন; ইউনেসকো ও জাপানের গোই পিস ফাউন্ডেশন থেকে 'কাউন্টিং দ্য আনকাউন্টেবল' শীর্ষক রচনার...
আরো পড়ুন
অঞ্জলি সরকার: অনুবাদক ও সামাজিক উদ্যোক্তা।
উচ্চশিক্ষা: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লুন্ড ইউনিভার্সিটি, সুইডেন।
সামাজিক উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যেই ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, হংকং, ভারত, জাপান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। পেয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে অন্যতম হলো: যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ডেল সোশ্যাল ইনোভেশন কম্পিটিশন ফেলোশিপ ২০১১; গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার কম্পিটিশন (জিএসভিসি)-এশীয় ও আফ্রিকা অঞ্চল (২০১১) চ্যাম্পিয়ন; কুইন্স এন্ট্রাপ্রেনিউরস কম্পিটিশন, কানাডা (২০১২) চ্যাম্পিয়ন; ইউনেসকো ও জাপানের গোই পিস ফাউন্ডেশন থেকে 'কাউন্টিং দ্য আনকাউন্টেবল' শীর্ষক রচনার জন্য প্রথম পুরস্কার (২০১২)।
বর্তমানে কাজ করছেন ব্র্যাক-এ। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অশোকা কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাউন্ডেশনে। এছাড়া প্রদায়ক হিসেবে কাজ করছেন দৈনিক প্রথম আলোর 'স্বপ্ন নিয়ে'তে।
কম দেখান