হঠাৎ একদিন বোমা মিজান মৃত্তিকাকে পেকে বলে, আই লাভ ইউ। কথাটি সহ্য করতে পারেনি সে। সঙ্গে সঙ্গে সে বোমা মিজানের দুই গালে কষিয়ে চড় মারে। অবাক বিস্ময়ে মৃত্তিকার দিকে তাকিয়ে থাকে বোমা মিজান। সে কি করবে কিছুই ভেবে পায় না। জেদ চেপে রাখতে না পেরে পকেট থেকে পিস্তল বের করে...
আরো পড়ুন
হঠাৎ একদিন বোমা মিজান মৃত্তিকাকে পেকে বলে, আই লাভ ইউ। কথাটি সহ্য করতে পারেনি সে। সঙ্গে সঙ্গে সে বোমা মিজানের দুই গালে কষিয়ে চড় মারে। অবাক বিস্ময়ে মৃত্তিকার দিকে তাকিয়ে থাকে বোমা মিজান। সে কি করবে কিছুই ভেবে পায় না। জেদ চেপে রাখতে না পেরে পকেট থেকে পিস্তল বের করে আকাশে গুলি ছোড়ে। একটা পর্যায়ে বোমা মিজানকে নিয়েই স্বপ্ন দেখে মৃত্তিকা। কিন্তু সেই স্বপ্ন হয় বুলেটবিদ্ধ।
কিন্তু পারমিতার এতো দুঃখ কিসের। কেন এতো অভিমান। সব প্রতিকূলতাকে মাড়িয়ে একদিন সে সুখ ছিনিয়ে আছে। কিন্তু কিভাবে?
কম দেখান