Welcome to Annesha Prokashon !!
+88 01911-394917
আজিম চৌধুরী পাবনার দুলাই-এ খুব শখ করে তার জমিদার বাড়ি তৈরি করেছিলেন ঊনবিংশ শতাব্দী প্রথম দিকে। চারিদিকে বিশাল পরিখা, জমিদার বাড়ির প্রধান ফটকে কামান, হাতি, দক্ষ প্রতিরক্ষা বাহিনী রেখে জমিদারির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। জমিদারির খাজনা, নীলকুঠির আয় সবকিছু মিলিয়ে ভালোই চলছিল আজিম চৌধুরীর রাজত্ব। কিন্তু বাঁধ সাধল ইংরেজরা।