মোঃ রিয়াদুল ইসলাম, ডাক নাম সোহেল। জন্ম ১ মে ১৯৯০, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দায়। স্কুল ছিল রায়েন্দা পাইলট হাই স্কুল এবং কলেজ ছিল ঢাকা কলেজ। এরপরে শিক্ষাবিজ্ঞানে বি,এড অনার্স ও এম,এড সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ৪ বছরের উচ্চতর ডিপ্লোমা শেষ করেন। এছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা থেকে ফরাসি ভাষায় উচ্চতর লেভেল উঅখঋ ঈ১ পাস করেন। বর্তমানে ফরাসি ভাষার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
আরো পড়ুন
মোঃ রিয়াদুল ইসলাম, ডাক নাম সোহেল। জন্ম ১ মে ১৯৯০, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দায়। স্কুল ছিল রায়েন্দা পাইলট হাই স্কুল এবং কলেজ ছিল ঢাকা কলেজ। এরপরে শিক্ষাবিজ্ঞানে বি,এড অনার্স ও এম,এড সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ৪ বছরের উচ্চতর ডিপ্লোমা শেষ করেন। এছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা থেকে ফরাসি ভাষায় উচ্চতর লেভেল উঅখঋ ঈ১ পাস করেন। বর্তমানে ফরাসি ভাষার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আগ্রহ ও ভালোবাসার জায়গা বিদেশি ভাষা শেখা ও শেখানো। আর ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি রয়েছে অমোঘ এক টান, বিশেষত অনুবাদ সাহিত্যের প্রতি। এছাড়া আইইআরে পড়াকালীন সময় থেকে গবেষণার প্রতিও তৈরি হয়েছে তার বিশেষ আগ্রহ। দেশ-বিদেশে ঘোরাঘুরিও তার নেশা। সময় ও সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন অজানাকে জানার উদ্দেশ্যে। এজন্য ভবঘুরে ছদ্মনামটাও তার খুব পছন্দের। তাইতো এ নামে তিনি কবিতা লিখছেন ও জগত বিখ্যাত ফরাসি কবিদের কবিতাও অনুবাদ করছেন।
কম দেখান