উষর মরুর বুকে এক বাচ্চার লাশ! শুধু তাই নয়, ময়নাতদন্ত জানালো- মেয়েটি নাকি মারা গিয়েছে পানিতে ডুবে! তাহলে লাশ মরুর বুকে কেন? কৌতূহলী পুলিশ ইন্সপেক্টর নাগীব হোসেন নেমে পড়ল তদন্তে। অথচ পদে-পদে আসছে বাঁধা...কিন্তু কেন? গলায় ঝুলতে থাকা ক্ষুদে, গোলাপি মূর্তিই কি মেয়েটার মৃত্যুর কারণ? নাগীব জানে না, সিংহের মুখে...
আরো পড়ুন
উষর মরুর বুকে এক বাচ্চার লাশ! শুধু তাই নয়, ময়নাতদন্ত জানালো- মেয়েটি নাকি মারা গিয়েছে পানিতে ডুবে! তাহলে লাশ মরুর বুকে কেন? কৌতূহলী পুলিশ ইন্সপেক্টর নাগীব হোসেন নেমে পড়ল তদন্তে। অথচ পদে-পদে আসছে বাঁধা...কিন্তু কেন? গলায় ঝুলতে থাকা ক্ষুদে, গোলাপি মূর্তিই কি মেয়েটার মৃত্যুর কারণ? নাগীব জানে না, সিংহের মুখে ঝাঁপ দিতে চলেছে সে। স্মৃতিহারা ড্যানিয়েল নক্স জানে না, একই দিনে দু’-দু’বার কেন হামলার শিকার হতে হলো ওকে। তবে এতটুকু জানে, বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছে সেই কারণ। গোদের উপর বিষফোড়া হয়ে, প্রাণপ্রিয় বন্ধু এস.সি.এ. প্রধান ওমর তৌফিকের খুনের অভিযোগ এসে চাপল নক্সের কাঁধে। যেখানে কিছু মনেই করতে পারছে না ও, সেখানে নিজের জান বাঁচানোর পাশাপাশি নির্দোষ প্রমাণ করবে কীভাবে? ঠিক সেই মুহূর্তে গেইলের অপহরণের খবর এলো কানে। স্রেফ পাগল হয়ে গেলো ড্যানিয়েল নক্স।
কম দেখান