তুমি এসেছিলে হৃদয়ের খোলা জানালায়। সংকীর্ণ জীবনে বিরহ মিলনের পূর্ণতার তৃপ্তি সুরা সম। প্রেমালিঙ্গনে জড়িয়েছিলে নিশিকালের নিশি রাতের পাখি হয়ে। আমার জীবন বসন্তে তখনো ঘোর অন্ধকারের ছায়া। দিন রাত ক্রন্দনরত মেঘে ঢাকা আকাশে একাকি জলে ভেসে চলি। তখনো বিরহে কাতর আমার কামনার দুটি আঁখি॥
যদি উপভোগ করতে আমার অন্তরের দুঃখ...
আরো পড়ুন
তুমি এসেছিলে হৃদয়ের খোলা জানালায়। সংকীর্ণ জীবনে বিরহ মিলনের পূর্ণতার তৃপ্তি সুরা সম। প্রেমালিঙ্গনে জড়িয়েছিলে নিশিকালের নিশি রাতের পাখি হয়ে। আমার জীবন বসন্তে তখনো ঘোর অন্ধকারের ছায়া। দিন রাত ক্রন্দনরত মেঘে ঢাকা আকাশে একাকি জলে ভেসে চলি। তখনো বিরহে কাতর আমার কামনার দুটি আঁখি॥
যদি উপভোগ করতে আমার অন্তরের দুঃখ বিলাপ গুলো। পাষাণ হৃদয়ে কখনো দিতেনা আমার অন্ধ আবেগের চোখে ধুলো।
তবুও আসবে আসবে বলে যৌবনের সোনালি দিন যে গেল চলে। তোমার নাম ধরে এখনো আমি হাকি। যত যাই ঘটুক তোমার সাথে লেনা-দেনার বাকি।
এখনো সেই রাত আসে, হৃদয়ের জানালা খোলে চেয়ে থাকি। শুধু তোমার ফিরে আশার প্রহর গুনি। হৃদয়ের ক্রন্দন শুনতে পাওনা, কেমন তুমি ছিলে আমার প্রাণের খাচার পাখি। দিন মানেনা রাত মানেনা এখনো তোমার আশায় বাঁচি।
কম দেখান