Welcome to Annesha Prokashon !!
+88 01911-394917
‘চুম্বকবিজ্ঞান’ পদার্থবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকে শুরু করে আজও পর্যন্ত এই চুম্বক নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে এবং ভবিষ্যতেও চলবে। এজন্য নিঃসন্দেহে চুম্বক সম্পর্কে জানাটা ভীষণ জরুরি। তাই এই বইয়ে ‘চুম্বক’-নিয়ে গবেষণার ব্যপারগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে।