Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


শাওন মাহমুদ

শাওন মাহমুদ | Shawon Mahmud

শাওন মাহমুদ জন্ম: ২৩শে সেপ্টেম্বর। পৈতৃক নিবাস: বাবুরচর, সদরপুর, ফরিদপুর। বেড়ে ওঠা ঢাকাতেই। পড়াশোনা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞান নিয়ে। ২০১৮ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা করেছেন জনপ্রিয় বিজ্ঞান-ভিত্তিক সংগঠন ‘বিজ্ঞানপ্রিয়’, যা এখন পর্যন্ত বাংলা ভাষায় সর্ববৃহৎ বিজ্ঞানের নেটওয়ার্ক। বিজ্ঞান-ভিত্তিক গবেষণার জটিল তথ্যগুলো সহজ ভাষায় তুলে ধরার একক প্লাটফর্মের প্রতিষ্ঠাতা হিসেবে কুড়িয়েছেন প্রশংসা। ডিজিটাল বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২৪ সালে যুক্তরাজ্যের রাজ পরিবার থেকে পেয়েছেন ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’। বিজ্ঞান নিয়ে লেখালিখি করেছেন ‘দৈনিক কালবেলা’, ‘আজকের পত্রিকা’সহ নিজস্ব ওয়েবসাইটে।