সায়েম সালেক
বয়স যখন চার, তখন ছোট ফুপির কোলে উঠে প্রথম বলেছিলাম ‘বড় হয়ে আমি পুলিশ হবো।’ বয়স যখন ছয় কিংবা সাত, দরজা বন্ধ করে নিজের বানানো কাহিনীকে নাটক বানিয়ে নিজেই অভিনয় করতাম। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কবিতা আবৃত্তি, চতুর্থ শ্রেণিতে ছবি আঁকা আর পঞ্চম শ্রেণিতে মঞ্চ অভিনয় শুরু করি। প্রতিটি প্রতিযোগিতার শেষে পুরস্কার নিয়েই বাড়ি ফিরতাম। পড়ালেখার পাশাপাশি এই তিনটি বিভাগেই আমার পদচারণা ছিল বেশি। ছোটবেলায় যা কখনও ভাবিনি বা করিনি, তাই করলাম বড় হয়ে, রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনা।
২০০৬...
আরো পড়ুন
সায়েম সালেক
বয়স যখন চার, তখন ছোট ফুপির কোলে উঠে প্রথম বলেছিলাম ‘বড় হয়ে আমি পুলিশ হবো।’ বয়স যখন ছয় কিংবা সাত, দরজা বন্ধ করে নিজের বানানো কাহিনীকে নাটক বানিয়ে নিজেই অভিনয় করতাম। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কবিতা আবৃত্তি, চতুর্থ শ্রেণিতে ছবি আঁকা আর পঞ্চম শ্রেণিতে মঞ্চ অভিনয় শুরু করি। প্রতিটি প্রতিযোগিতার শেষে পুরস্কার নিয়েই বাড়ি ফিরতাম। পড়ালেখার পাশাপাশি এই তিনটি বিভাগেই আমার পদচারণা ছিল বেশি। ছোটবেলায় যা কখনও ভাবিনি বা করিনি, তাই করলাম বড় হয়ে, রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনা।
২০০৬ সালে রেডিও টুডে দিয়ে বাংলাদেশে এফ.এম.-এর যাত্রা শুরু আর আমার শুরু রেডিও ক্যারিয়ারের। ২০০৮ সালের ২২শে আগস্ট ‘জেগে আছো কি?’ শো দিয়ে প্রথম ক্যামেরার সামনে টিভি উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করি। আর. জে. হিসেবে রেডিও ফূর্তির সাথে যুক্ত থাকলাম ২০০৯-২০১৩, প্রায় পৌনে পাঁচ বছর। এর মাঝে আরও অনেকগুলো টিভি শোতে উপস্থাপনা এবং রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ তে উপস্থাপক হিসেবে কাজ করার সৌভাগ্য হয়। মাঝে চলে টুকটাক নাটকে অভিনয়। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করি ক্যাপিটাল এফ এম ৯৪.৮-এর প্রোগ্রাম ইন-চার্জ হিসেবে।
এই হলো আমার ক্যারিয়ারের প্রায় বারো বছরের পথচলার ছোট গল্প।
কম দেখান