সাইদুর রহমান পেশায় একজন সরকারি চাকরিজীবী। ভ্রমণ তাঁর নেশা। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কখনো কর্মসূত্রে কখনো-বা নিজের প্রয়োজনে। ভ্রমণ যেমনি ভালোবাসেন, তেমনি ভালোবাসেন লিখতে। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি গল্প ও কবিতা লিখে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। জাপান ভ্রমণকাহিনি ‘ফুজিয়ামার দেশে’ এবং কাব্যগ্রন্থ ‘জোছনায় ভেজা চোখ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ভ্রমণকে তিনি বেছে নিয়েছেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে।