Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


রুবায়েত হাসান

রুবায়েত হাসান | Rubayet Hasan

রুবায়েত হাসান পেশায় ব্যাংকার। নেশা পড়া। অজানাকে জানার রয়েছে দুর্দান্ত আকর্ষণ। প্রিয় বিষয়বস্তুর মধ্যে রয়েছে মহাকাশবিদ্যা, ইতিহাস, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি। বই পড়ার পাশাপাশি কম্পিউটার গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট ইত্যাদিরও চর্চা চলে। প্রিয় লেখকের তালিকা দীর্ঘ। দেশীয় সাহিত্য ছাড়াও বিদেশি সাহিত্যের প্রতি রয়েছে দুর্দান্ত আকর্ষণ। ছোটবেলায় বাবার সরকারি চাকরির সুবাদে স্কুলজীবনে আটবার বিদ্যালয় পরিবর্তন করেছেন। দেশের ভেতরে ঘুরতে ঘুরতেই বিশ্বকে চিনতে শেখা। মন ও মননতা আগ্রহের বিষয়।