নিসা মাহ্জাবীন
ময়মনসিংহে জন্ম এবং বেড়ে উঠা। ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) থেকে অর্জন করেছেন বি.এড ডিগ্রী।
পেশায় একজন চিত্রশিল্পী। এ পর্যন্ত তিনি দুইশতাধিক বইয়ের প্রচ্ছদ এবং অলংকরণের কাজ করেছেন। আঁকেন পত্র-পত্রিকা এবং ম্যাগাজিনেও। আঁকার পাশাপাশি শিশুতোষ গল্প লেখাতেও তিনি সিদ্ধহস্ত। বিভিন্ন সময়ে তাঁর লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক পত্রিকায়।
তাঁর প্রকাশিত গ্রন্থ- 'টুকুনের লাল জামা', 'চা বাগানে বাঘ', 'মিশন হাকিম নগর'৭১', 'বাঁশঝাড়ে আতঙ্ক'।
'পাখির বন্ধু তিতলি' নিসা মাহ্জাবীনের ৫ম এককগ্রন্থ।