মির্জা মেহেদী তমাল : দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। বাড়ি সিরাজগঞ্জ, জন্ম ঢাকায়। লেখাপড়া ঢাকায় করেছেন। বাবা এম এ করিম ছিলেন প্রথিতযশা সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। মা, মুক্তিযোদ্ধা হেলেন করিম ছিলেন সমাজ কর্মী ও উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য। মহিলা আওয়ামী লীগের ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পেশাগত জীবনে প্রতিবেদক হিসাবে বাংলারবানী, বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ প্রতিদিন-এর অপরাধ বিষয়ক রির্পোটিং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
অপরাধ বিষয়ক সাংবাদিক হিসাবে মির্জা মেহেদী তমালের রয়েছে উল্লেখযোগ্য...
আরো পড়ুন
মির্জা মেহেদী তমাল : দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। বাড়ি সিরাজগঞ্জ, জন্ম ঢাকায়। লেখাপড়া ঢাকায় করেছেন। বাবা এম এ করিম ছিলেন প্রথিতযশা সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। মা, মুক্তিযোদ্ধা হেলেন করিম ছিলেন সমাজ কর্মী ও উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য। মহিলা আওয়ামী লীগের ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পেশাগত জীবনে প্রতিবেদক হিসাবে বাংলারবানী, বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ প্রতিদিন-এর অপরাধ বিষয়ক রির্পোটিং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
অপরাধ বিষয়ক সাংবাদিক হিসাবে মির্জা মেহেদী তমালের রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সাড়া জাগানো অনুসন্ধানী ও সিরিজ প্রতিবেদন। যার অনেকগুলো জাতীয় ঘটনাবলীকে ব্যাপকভাবে আন্দোলিত করেছে, আলোচিত হয়েছে। আন্ডারওর্য়াল্ড, চাঞ্চল্যকর খুন, চাঞ্চল্যকর মামলার সিরিজ প্রতিবেদন উল্লেখযোগ্য। ১৫০ পর্বের গোয়েন্দা কাহিনী বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি মাইলফলক। যা দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে পাঠকের মধ্যে। ‘সাবধান বাংলাদেশ’ সিরিজ প্রতিবেদন ইতোমধ্যে ৩শ’ পর্ব ছাড়িয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ড তাঁর দ্বিতীয় বই। এর আগে সত্য ঘটনার ‘গোয়েন্দা কাহিনী’ বের হয় অন্বেষা প্রকাশন থেকে।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মির্জা মেহেদী তমাল ছোটবেলা থেকেই লেখালেখি করতেন। বাবা সাংবাদিক হওয়ায় লেখালেখির প্রতি তার ঝোঁক তখন থেকেই। স্ত্রী কাজী রোজিনা ইয়াসমীন এবং দুই মেয়ে রোদষী মেহেদী পরমা আর ইসাবা মেহেদী প্রিয়।
কম দেখান