Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


মনোজবিকাশ দেবরায়

মনোজবিকাশ দেবরায় | Manujbikash Devroy

১৯৫১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মনোজবিকাশ দেবরায়। তাঁর পিতা মনোমোহন চন্দ্র দেবরায়, মাথা শেফালী রানী দেবরায় জন্মস্থান তদানিস্তন পূর্ব পাকিস্তানের হবিগঞ্জ জেলার ভূগলী গ্রামে। বর্তমানে তিনি সিলেটের দাড়িয়াপাড়াস্থ গুরুকুঞ্জ, মেঘনা-এ/১৪-তে বসাবস করছেন। তাঁর সহধর্মিণী লাভলী দেবরায় একজন সুগৃহিনী। মনোজবিকাশ দেবরায় ১৯৭০ খ্রিস্টাব্দে ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগ ও মেধা অনুসারে দ্বিতীয় স্থান অধিকার করে ১৯৭২ খ্রিস্টাব্দে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সেকশনাল অফিসার হিসাবে যোগদান করেন এবং ১৯৭৬ খ্রিস্টাব্দে সড়ক ও জনপথ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন ২০০৮ সালের ৩১... আরো পড়ুন