কবি কাদির শিপু ৫ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মল্লিক এবং মাতা মিসেস মাকসুদা মল্লিক। পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষাজীবন শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে তিনি আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ৩০তম বিসিএসের মাধ্যমে তিনি সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকার তেজগাঁও রাজস্ব সার্কেলে কর্মরত রয়েছেন।...
আরো পড়ুন
কবি কাদির শিপু ৫ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মল্লিক এবং মাতা মিসেস মাকসুদা মল্লিক। পাথালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষাজীবন শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে তিনি আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ৩০তম বিসিএসের মাধ্যমে তিনি সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকার তেজগাঁও রাজস্ব সার্কেলে কর্মরত রয়েছেন।
প্রকৃতির প্রেমাসক্ত এই কবি শৈশব থেকেই কবিতা, গান, উপন্যাস, ছড়া ইত্যাদি লেখা শুরু করেন। তাঁর বহু কবিতা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তাঁর প্রথম গ্রন্থ ‘রক্তিম ভালবাসা তোমাকে দিলাম’ (উপন্যাস) একুশে বইমেলা-২০০২-এ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘উড়ন্ত পাখি’ প্রকাশিত হয়। প্রকৃতির সৌন্দর্য, মানবতার জয়গান, দেশপ্রেম, অনুরাগ ইত্যাদি তার লেখনীতে দারুণভাবে প্রতিফলিত হয়েছে। আশা করি, কাব্যগ্রন্থটি পাঠকের মনে বিপুল পরিমাণে সাড়া জাগাতে সক্ষম হবে। আমি তাঁর সমৃদ্ধির পথচলা কামনা করছি।
কম দেখান