ইকরাম কবীর জন্ম কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নানা বাড়িতে উনিশ্য ছেষট্টি সালে। তার বাপ-দাদার গ্রামের নাম কলাবাড়ি, চুয়াডাঙ্গা জেলার রামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর ধারে।
ইকরাম পড়ালেখা করেছেন শিশুকুঞ্জ উচ্চ বিদ্যালয়ে, ঝিনাইদহ ক্যাডেট কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেইজে।
তিনি লেখক জ্যাকী কবীরের সঙ্গী এবং কাংক্ষিতা, ইতিকাফ ও ঈসার বাবা।
চব্বিশ বছর সাংবাদিকতা করেছেন। এখন একটি বহুজাতিক ডিজিটাল কোম্পানির কর্পোরেট কমিউনিকেশন ও কর্পোরেট রেসপনসিবিলিটি বিভাগে কাজ করছেন।
তিনি নিজেকে গল্পকার ভাবতে ভালোবাসেন এবং জীবনের কোন এক সময় ন’টা-পাঁচ’টা আফিস করার মতো লেখার স্বপ্ন দেখেন।