Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


ড. শিবশঙ্কর পাল

ড. শিবশঙ্কর পাল | Dr. Shibshankar Pal

ড. শিবশঙ্কর পাল জন্ম সদাশিবপুর : বীরভূম (১৯৮৩)। লেখালিখির সূত্রপাত অনেক পরে গবেষণা করতে এসে। বর্তমানে দেশ-বিদেশে নানা পত্রিকার সঙ্গে লেখালিখির সূত্রে যুক্ত। প্রকাশিত হয়েছে কয়েকটি বইÑ ‘আধ্যাত্মিকতা ও বিজ্ঞান’, ‘কলিযুগ’, ‘শঙ্খ ঘোষের মন ও মনন’। প্রকাশিত হতে চলেছে ‘রৌদ্রের পালক’, ‘সাহিত্যের দিগদর্শন’ নামক গ্রন্থ। বর্তমানে বীরভ‚ম তথা গোটা বাংলা জুড়ে লোকসংস্কৃতিমূলক গ্রন্থ রচনায় লিপ্ত আছেন। সমাজসেবায় খুঁজে পান প্রাণের খোরাক। মানুষকে পর্যবেক্ষণ করা আর সমাজে সাহিত্যের মুখ অন্বেষণ তাঁর পাগলাম স্বভাবের আরেকটা দিক। যদিও কবি আর কবিতা... আরো পড়ুন