Welcome to Annesha Prokashon !!

+88 01911-394917


আব্দুল্যাহ আদিল মাহমুদ

আব্দুল্যাহ আদিল মাহমুদ | Abdullah Adil Mahmood

আব্দুল্যাহ আদিল মাহমুদ সিলেট ক্যাডেট কলেজে পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। লেখালেখির সূচনা গণিত ম্যাগাজিন পাই জিরো টু ইনফিনিটির মাধ্যমে। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি গণিত, পরিসংখ্যান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে নিয়মিত লিখছেন বিজ্ঞানচিন্তা, কিশোরআলো, ব্যাপনসহ বিভিন্ন ম্যাগাজিনে। এছাড়া বিজ্ঞান বিষয়ে অনলাইনেও সক্রিয়ভাবে লেখালেখি করছেন। বাংলায় জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয়করণ ও সহজে উপস্থাপন করার জন্যে তৈরি করেছেন অনলাইন পোর্টাল বিশ্ব ডট কম (sky.bishwo.com)। পাশাপাশি পরিসংখ্যান ও ডেটা সায়েন্স নিয়ে তৈরি করেছেন স্ট্যাট ম্যানিয়া (statmania.info)।